এই প্রথম আইসিসির সভা কলকাতায় ।
শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ ভারতের ক্রিকেট ইতিহাসে কখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ডসভা কলকাতায় হয়নি। তবে এবার ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে এই সভা হবে। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর, সিইও ডেভিড রিচার্ডসনরা থাকবেন, সঙ্গে থাকবেন সাতটি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা।
এর আগে ভারতে একবারই আইসিসির সভা বসেছিল, ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে। সভার আলোচ্য বিষয় কী হতে চলেছে? কলকাতার সভাতে যে আলোচ্যসূচি তৈরি হয়েছে, তাতে মাঠে আচরন গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। আইসিসি কর্তারা কলকাতার সভায় ক্রিকেটারদের আচরণ নিয়ে আলোচনা সভায় বসছেন। কড়া শাস্তির সুপারিশ করা হবে। এ বছর ১৮ জুন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাবে।
আইসিসি'র গরিষ্ঠ অংশ চাইছে, মনোহরই থেকে যান ২০২০ পর্যন্ত। আইসিসি'র সদস্যদের জন্য ২৪ তারিখ নৈশভোজেরও আয়োজন করছে ভারতীয় বোর্ড। আইসিসি'র নৈশভোজ ২৫ তারিখ।
Loading...
কোন মন্তব্য নেই