প্রচুর শূন্যপদে নিয়োগ এসবিআই-তে।
নজরবন্দি ব্যুরোঃ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি
জারি করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০০০ শূন্যপদে হবে এই নিয়োগ। প্রিলিমিনারি,
মেইন এবং গ্রুপ ডিসকাশন ও ইন্টার্ভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- আবেদন কারীকে যে কোনো
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
শূন্যপদ- মোট ২০০০টি। (সাধারণ প্রার্থী- ১০১০, এসসি-
৩০০, এসটি- ১৫০, ওবিসি- ৫৪০, পিডব্লিউডি- ১১৮)
আবেদনের তারিখ- আবেদন করা যাবে ২১ এপ্রিল থেকে
১৩ মে পর্যন্ত। পরীক্ষা হবে অনলাইনে। প্রিলি পরীক্ষার তারিখ ১, ৭ ও ৮ জুলাই।
আবেদন করতে ও বিস্তারিত জানতে লগ অন করুন- https://bank.sbi/careers or
https://www.sbi.co.in/careers
Loading...
কোন মন্তব্য নেই