ধোনি ঝড়ে বড় রানের টার্গেট দিল্লীর সামনে। ২১২ রান
নজরবন্দি ব্যুরোঃ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের।নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুলল ৪ উইকেট হারিয়ে ২১১ রান।ডু প্লেসি ৩৩
বলে ৩৩। ওয়াটসন মাত্র ৪০ বলে ৭৮ রান করেন। রাইনা আউট হন ১ রানে তারপর চার নম্বরে নামা অম্বাতি রায়াডু ও পাঁচ নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনি ফের মারমুখী ব্যাটিং করে চেন্নাইয়ের রান দুশো পার করেন। ধোনি মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান ও রায়াডু ২৪ বলে ৪১ রান করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লী ২ ওভারে ১০ রান করেন।১ উইকেট হারিয়ে।
Loading...
কোন মন্তব্য নেই