Header Ads

ধোনি ঝড়ে বড় রানের টার্গেট দিল্লীর সামনে। ২১২ রান



নজরবন্দি ব্যুরোঃ  টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসেরনির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুলল উইকেট হারিয়ে ২১১ রানডু প্লেসি ৩৩ বলে ৩৩। ওয়াটসন মাত্র ৪০ বলে ৭৮ রান করেন রাইনা আউট হন ১ রানে তারপর চার নম্বরে নামা অম্বাতি রায়াডু পাঁচ নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনি ফের মারমুখী ব্যাটিং করে চেন্নাইয়ের রান দুশো পার করেন ধোনি মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান রায়াডু ২৪ বলে ৪১ রান করেন শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লী ২ ওভারে ১০ রান করেন।১ উইকেট হারিয়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.