Header Ads

মানুষের শরীরে ভাগাড়ের জীবাণু! তাহলে কি মরা পশুর মাংস সত্যি তাঁদের পেটে গিয়াছিল? আশঙ্কা দানা বাঁধছে।


নজরবন্দি ব্যুরোঃ ভাগাড়কাণ্ড ঘিরে যখন উত্তালরাজ্য, তখন আতঙ্ক বাড়িয়ে সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।সম্প্রতি কলকাতার বিভিন্ন এলাকার মানুষের শরীরে পাওয়া গিয়েছে টক্সোপ্লাজমোসিসের অস্তিত্ব।এটি একটি পরজীবী জীবাণু যা বিড়ালের বা মরা বিড়ালের শরীর এ থাকে। কিন্তু কলকাতাবাসীর শরীরে এই পরজীবীর হামলা হল কীভাবে? তাহলে কি ভাগাড়ে পড়ে থাকা মরা বিড়ালের পচা মাংস এদের পেটে গিয়েছে? বিশেষজ্ঞদের মতে, এমন সম্ভাবনাই জোরাল।

গত ৬ মাসে প্রায় ৩০০ রোগী এসেছেন, যাঁদের শরীরে টক্সোপ্লাজমোসিসের অস্তিত্ব মিলেছে।এই রোগের উপসর্গ হল ঘাড়ের কাছে ফুলে যাওয়া,আচমকা জ্বর,গায়ে, হাত, পায়ে ব্যথা।চিকিৎসকদের দাবি, শিশু হোক বা বৃদ্ধ, শরীরে টক্সোপ্লাজমোসিস বাসা বাঁধলে তার পরিণতি হতে পারে মারাত্মক।বিশেষজ্ঞদের মতে, কাবাবের মতো খাবার থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা সবথেকে বেশি। কারণ, কাবাব আগুনে ঝলসে তৈরি হয়। তা পুরোপুরি জীবাণুমুক্ত করা অসম্ভব। তাহলে কি কাবাবের নামে যে মাংস দেওয়া হত তা আসলে বেড়ালের মাংস?আশঙ্কা কিন্তু দানা বাঁধছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.