সৃঞ্জয় বিতর্ক! পদত্যাগ ১৪ কর্মকর্তার।
নজরবন্দি ব্যুরো : আঁচ পাওয়া গিয়াছিল অনেক আগে থেকে।এবার চিত্র পুরোপুরি স্পষ্ট হল দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস-এর পদত্যাগের পর। অভিযোগের তির ছিল ক্লাবের সচিব অঞ্জন মিত্রের দিকে। এছাড়াও স্পনসর ও চুক্তি নিয়েও মতানৈক্য ছিল । সব কিছুর অবসান হল আজ। আজ একসঙ্গে মোহনবাগান কর্মসমিতির ১৪ জন পদত্যাগ করলেন।
তাঁদের অভিযোগ, ক্লাবের সচিব অঞ্জন মিত্রর পরিচালনা ওপর আস্থা হারিয়ে কার্যত বাধ্য হয়েই পদত্যাগ করছেন তাঁরা। পদত্যাগীদের মধ্যে রয়েছেন সঞ্জয় ঘোষ সত্যজিৎ চট্টোপাধ্যায়, উত্তম সাহা, শৌমিক বোস বিদেশ বোস, তাপস চট্টোপাধ্যায় প্রমুখ। পদত্যাগীরা একসঙ্গে এক বিবৃতি দিয়েছেন। সেখানে বর্তমান পরিচালন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে, 'যে ভাবে ক্লাব চলছে, তা বিশ্বাস করা কঠিন।'
Loading...
কোন মন্তব্য নেই