Header Ads

তিন ম্যাচেই রেকর্ড গড়লেন গেইল, জানুন কি রেকর্ড।


নজরবন্দি ব্যুরোঃ একাদশতম আইপিএল-এ নিলামের প্রথম দুদিন তাঁকে কিনতে চায়নি কোনো দল। অবশেষে বীরেন্দ্র শেহবাগের উদ্যোগে মাত্র ২ কোটি টাকার বিনিময়ে কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে তুলে নেয়। তিনি আর কেউ নন, ক্রিকেটের ইউনিভার্সাল বস ক্রিস গেইল।
দল তো পেলেন, কিন্তু প্রথম একাদশে সুযোগ পেলেন না দুটি ম্যাচে। অবশেষে পাঞ্জাবের তৃতীয় ম্যাচ থেকে শুরু করলেন তার এবছরের আইপিএল অভিযান এবং পরপর তিনটি ম্যাচে প্রমান করলেন নিজেকে যে, তাঁকে না নিয়ে ভুল করেছে ফ্র্যাঞ্চাইজি গুলি। এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন তিনটি। আর এই তিনটি ম্যাচের সুবাদে তিনি একটি রেকর্ডের অধিকারী হয়েছেন।
গতকাল কেকেআর-এর বিরুদ্ধে তিনি ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও পাঁচটি চার। আর কেকেআর-এর বিরুদ্ধে ৬ নম্বর ছক্কাটি মারার সাথে সাথে তিনি এবছর আইপিএল-এ সবচেয়ে বেশি ৬ মারার রেকর্ড করে ফেলেছেন। এখন পর্যন্ত তিনি ২১টি ছয় মেরেছেন। তারপরে আছেন কেকেআর-এর রাসেল(১৯টি ছক্কা)। এইভাবে চলতে থাকলে গেইল ঝড়ের সুবাদে আরও যে ছক্কা দর্শকদের মনোরঞ্জন করবে তা বলাই বাহুল্য।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.