POCSO আইনে সংশোধনী নিয়ে কি বললেন রাজনাথ?
নজরবন্দি ব্যুরোঃ ধর্ষণের মতো ঘটনা এড়াতে গতকাল POCSO আইনে সংশোধনী এনে অর্ডিন্যান্স পাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১২ বছরের নিচে শিশু ও নাবালিকাদের ধর্ষণে অপরাধীদের চরম সাজা হিসেবে মৃত্যুদণ্ডর সংস্থান রয়েছে এই অর্ডিন্যান্সে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন “মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের শাস্তির জন্য এরকম আইনের প্রয়োজন আছে।”
তিনি বলেন “মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের শাস্তির জন্য এরকম আইনের প্রয়োজন আছে।”
Loading...
কোন মন্তব্য নেই