Header Ads

দিদি কোনও নতুন গুন্ডা তৈরি করেননি। এক সময় সিপিএমের হয়ে ভোট-লুঠেরারাই তৃণমূলে সম্পদ।রাহুল


নজরবন্দি ব্যুরোঃ হুগলির সিঙ্গুরের একটি সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন আমরা এক আজব মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি। এই আজব মুখ্যমন্ত্রী কবে না বলেন, ভাগাড়ও একটা শিল্প। এখন রাজ্যের নানা জায়গা থেকে শুধু ভাগাড় বের হচ্ছে। এই পরিস্থিতিতে দিদিভাই পচা ভাগাড়কেই শিল্প করে দিতে পারেন বলে তাঁর আশঙ্কা। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শকুনের খাবার খাওয়ানো হচ্ছে মানুষকে।
দেখবেন কবে আমাদের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে না বলেন, ভাগাড়ও একটা শিল্প। ওই একই সভা থেকে রাহুল বাবু পঞ্চায়েতের মনোনয়ন প্রসঙ্গে বলেন এ রাজ্যে আগেও দেখা গিয়েছে এই প্রার্থী দিতে না দেওয়ার রাজনীতি। বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি জোর করে। তার কারণ, সিপিএম এর শুরু করেছিল। সিপিএম যাঁদের দিয়ে এই কাজ করত, তাঁরাই এখন তৃণমূলে ভিড়েছেন। তাঁর কথায়, দিদি কোনও নতুন গুন্ডা তৈরি করেননি। এক সময় সিপিএমের হয়ে ভোট-লুঠেরারাই তৃণমূলে সম্পদ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.