Header Ads

আসানসোলের কোলিয়ারি মজদুর সভা (AITUC)র জোনাল অফিসে রহস্যজনক চুরি৷


নজরবন্দি,আসামসোলঃ আসানসোল দঃ থানার অন্তর্গত চেলিডাঙা সংলগ্ন সিপিআই সমর্থিত কোলিয়ারি মজদুর সভা তথা এ আই টি ইউ সি'র জোনাল অফিসে রহস্য জনক চুরির ঘটনা ঘটে৷সোমবার ভোররাতে সদর দরজার তালা ভেঙে
দোতালার রেজিস্টার রুমের লকার ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷খোয়া গিয়েছে নগদ৫১,৫৩৫/-টাকা ও বেশ কিছু দরকারি নথিপত্র৷
 তবে রাতে যিনি পার্টি অফিসে থাকেন,তার কথা অনুসারে তিনি গতকাল রাতে পারিবারিক কারণে পার্টি অফিসে থাকেননি৷এবং তা পূর্বেই পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ছিল৷সকালে ড্রাইভার ও ঘর পরিষ্কার করার লোক এসে দেখতে পায় রেজিস্টার রুম ও সদর দরোজার তালা ভাঙা৷এমনকি অফিসের লকারে থাকা লোহার শ্লেফটি ও চোরেরা নিয়ে গেছে৷এর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷আসানসোল দঃ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.