"বিজেপি বাইরে থেকে সুপারি কিলার এনে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে" গুরুতর অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে নির্বাচন হোক চায় না বিরোধীরা।আর তাই বিজেপি-সহ বিরোধীরা পূর্ব-পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোট বানচাল করে দিতে চাইছে। অতিরিক্ত মনোনয়ন পেশের দিনেও বাইরে থেকে লোক এনে রাজ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি।
এই ভাবেই অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, বিজেপি বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি সৃষ্টি করেছে মনোনয়নের বর্ধিত দিনেও, যেন তেন প্রকারেন ক্ষমতা দখল করাই লক্ষ বিজেপির। কিন্তু বাংলার মানুষ বিজেপির সেই অপচেষ্টাকে সফল হতে দেবে না। বিজেপি কে তার বার্তা, ভোটের ময়দানে আসুন তাহলেই প্রমাণ হয়ে যাবে সব কিছু।
কিন্তু বিজেপি চায় না ভোট হোক, তাই বার বার কোর্টে গিয়ে সময় নষ্ট করার চেষ্টা করছে। পার্থ বাবু অভিযোগ করেন, বিজেপি সুপারি কিলার নিয়োগ করে অর্থের বিনিময় রাজ্যে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। আর তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে যে প্রচার চলছে তা সম্পুর্ন ভুল! মিথ্যা। যদি তাই হত তাহলে আমাদের ৫ জন খুন হতেন না!
Loading...
কোন মন্তব্য নেই