রাজ্যে ৩৫৬ ধারা? এমন পরিস্থিতিতে নির্বাচন কি সম্ভব?
প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে কি তাহলে ৩৫৬ ধারা জারি করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে?
বিজেপি সূত্রে খবর, রাজ্যে আজকের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে জানিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে সাধারণ সমর্থ থেকে বিরোধী দলের নেতারা। তিনি জানিয়েছেন, তৃণমূলের গুন্ডাদের হাত থেকে এই রাজ্যকে বাঁচাতে ৩৫৬ ধারা জারি করার দাবি জানাবে রাজ্য বিজেপি।
এর পাশাপাশি আর এক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, হামলার ভিডিও ফুটেজ নিয়ে রাজ্য বিজেপি ফের হাইকোর্টের দ্বারস্থ হবে। তিনি আরও বলেন, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যের প্রশাসন আদালতের কোন নির্দেশ মানেননি ।
Loading...
কোন মন্তব্য নেই