Header Ads

আচমকা কালো মেঘ, তার পরেই টানা আধ ঘণ্টা শিলা বৃষ্টি! কৃষিতে ক্ষতির আশঙ্কা। #NajarbandiExclusive


বালুরঘাট ২৫ এপ্রিল : বুধবার দুপুরে আচমকা প্রথমে আকাশ কালো  মেঘে ঢেকে যায় বালুরঘাট শহরে। এর কিছুক্ষন পরেই উপর থেকে ধেয়ে আসে শিলা বৃষ্টি।   বড় ছোট আকারের শিল গুলির  একেকটির ওজন প্রায় ২৫ থেকে ৫০ গ্রামের কাছাকাছি হবে। আকাশ থেকে প্রবল ভাবে আছড়ে পড়া শিলা বৃষ্টিতে শহরের রাস্তা ঘাট সাদা হয়ে যায়।নিমেষে রাস্তাঘাট ফাকা হয়ে গেলেও কেউ কেউ ছাতা মাথায় শিল কুড়োতে মাঠে নেমে পড়ে।  

বেশ কিছুক্ষন শিল বৃষ্টি চলার পর শুরু হয় বৃষ্টি।বৈশাখের শুরুতে  আধ ঘন্টা ধরে চলা  হাস ফাস গরম থেকে এই শিলা বৃষ্টি জেলাবাসিকে কিছুটা স্বস্তি দিলেও জেলার কৃষিতে প্রবল ক্ষতি হবার আশংকা দেখা দিয়েছে বলে কৃষি দপ্তর সুত্রে জানা গেছে। বিশেষ করে কৃষি ভিত্তিক জেলা হওয়াতে এখন এই জেলায় বেশির ভাগ ব্লকের কৃষকরা তিনবার করে তাদের জমিতে ধান ও অনান্য ফসল ফলান।  

এখনও প্রচুর জমিতে পাকা ধান পড়ে রয়েছে।  এই শিল বৃষ্টি সেই ধানের ক্ষতি করবে। সবজি চাষে ও এই শিল বৃষ্টিতে ক্ষতি হবার সম্ভবনা রয়েছে বলে কৃষি দপ্তর সুত্রে জানা গেছে। পাশাপাশি এবার  জেলায় ভাল আমের ফলন হয়েছে।  এই শিলা বৃষ্টিতে আমের ফলনের ও ক্ষতি হওয়ার আশঙ্কা করছে বলে উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.