অনলাইন-এ মনোনয়ন, আদালতে খারিজ সিপিআইএমের মামলা। ভোট ১৪, ১৬, ১৮! থাকছে কেন্দ্রীয় বাহিনী? Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন এখনো স্থির হয়নি। সোমবার দ্বিতীয় দফায় মনোনয়ন পত্র গৃহীত হয়। কিন্তু শাসক দলের বিরুদ্ধে এদিনও সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। এই সংক্রান্ত একটি মামলায় আদালতের রায়ে জোর ধাক্কা খেল সিপিআইএম। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার আবেদন করে আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম। এই সংক্রান্ত দুটি মামলাতেই ধাক্কা খেল বামেরা। অনলাইন মনোনয়নের আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনোনয়ন পত্র গ্রহণ মামলায় সাফল্য পায় ভাঙরের প্রার্থী তথা জমি রক্ষ কমিটির সদস্যরা। তারপরে আজ অনলাইন মনোনয়ন জমা সংক্রান্ত রায়ে সাফল্য আশা করেছিল বাম শিবির। কিন্তু বাস্তবে তা হল না। বামেদের হয়ে সওয়াল করা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আবেদন খারিজ করে দেয় আদালত।
অন্যদিকে সূত্রের খবর ভোট হতে পারে আগামী ১৪, ১৬ এবং ১৮ই মে। কমিশন রাজ্যকে এমনটাই প্রস্তাব দিয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনির জন্যেও আবেদন করতে পারে বলে খবর। এদিন রাজ্য সরকারের প্রতিনিধি সৌরভ দাস কথা বলেন নির্বাচন কমিশনারের সাথে। সূত্রের আরও খবর এ রাজ্যের কয়েক জন উচ্চ পদস্থ পুলিশকর্তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন কমিশনার। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী কে তলব করা হতে পারে।
Loading...
কোন মন্তব্য নেই