Header Ads

নিখোঁজ পুলিশের মৃতদেহ নদীতে! চঞ্চল্য বালুরঘাট শহরে।


নজরবন্দি বালুরঘাট: কাল থেকে নিখোজ থাকা এক পুলিশের মৃতদেহ নদীতে ভেসে ওঠাকে ঘিরে চঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। মৃত ওই পুলিশ কর্মীর নাম বাবুন হেলা (৩৯), বাড়ি বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর সরোজ সেতু এলাকায়। যদিও পরিবারের অভিযোগ তাকে মার্ডার করে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
 খবর পেয়ে বালুরঘাট থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্তে নামলেও কিভাবে একজন পুলিশ কর্মীর মৃত্যু হলো সেনিয়ে ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা অবদ্ধি পুলিশ কিছু বলতে পারছেনা। এদিকে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর ওপাশটা চকভৃগু এলাকাটি যেহেতু পঞ্চায়েত এলাকা। তাই পঞ্চায়েত ভোটের আগে সকাল হতে না হতেই নদীতে এক পুলিশ কর্মীর মৃতদেহ ভেসে ওঠার খবর বালুরঘাট শহরে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ঘটনা স্থলে ভিড় জমান। অন্যদিকে মৃত ওই পুলিশের পরিবার সূত্রে জানা গেছে বাবুন হেলা নামে ওই মৃত পুলিশ কর্মী শিলিগুড়ি পুলিশ
,
গতকাল দুপুরের পর থেকেই সে আচমকা নিখোঁজ হয়ে যায়। নানা জায়গায় তার খোজ চালিয়েও তার কোন খোজ না পেয়ে বালুরঘাট থানাতেও তার নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন।

কিন্তু পুলিশ তাদের অভিযোগের তেমন গুরুত্ব দেয়নি। আজ সকালে স্থানীও বাসিন্দারা আত্রেয়ী নদীতে তার দেহ ভাসতে দেখে বাড়িতে খবর দিলে তারা গিয়ে তাকে সনাক্ত করেন। পরিবারের সদস্য রামচন্দ্র হেলার আরও অভিযোগ তাদের সন্দেহ বাবুন হেলা কে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে তাকে রাতের অন্ধকারে নদীতে ফেলে দিয়ে গেছে। তার আরও অভিযোগ পুলিশ যথা সময়ে পদক্ষেপ গ্রহণ করলে হয়তো তাকে বাঁচানো যেত। যদিও বালুরঘাট থানার আই সি সঞ্জয় ঘোষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন পুলিশ যথারীতি নিখোঁজের অভিযোগ পেয়ে তার যাবতীয় ফর্মালিটি পূরণ করে তদন্ত শুরু করেছিল। পোস্ট মর্টেমের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.