Header Ads

কেন্দ্রীয় সরকারের ভুল নীতির শিকার শ্রমিকরা। কাজ হারালেন অসংখ্য শ্রমিক।


নজরবন্দি ব্যুরোঃ কারখানা বন্ধের জেরে কাজ হারাতে চলেছেন প্রায় ৭৫০ জন শ্রমিক। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণেই কর্মহীন বার্ন স্ট্যান্ডার্ড কারখানার বিপুল সংখ্যক শ্রমিক। পরিবার নিয়ে অকূল সমুদ্রে পড়তে চলেছেন ওই সমস্ত শ্রমিকরা।

২১ জুন জন্ম হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ড কারখানার। এবছরও সেই দিনটি আসার আগেই কারখানা বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হল। আজ ক্লোজার নোটিশ দেওয়ার পরে অনিশ্চিত হয়ে পড়ে কারখানার ৫০০ জন কর্মী এবং ২৫০ জন ঠিকা শ্রমিকের ভবিষ্যৎ। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন শ্রমিকরা। তাদের দাবি, মোদী সরকারের ভুল নীতির শিকার হয়েছেন তারা।

১৭৮১ সালে এই কারখানার নাম ছিল মার্টিন বার্ন। পরবর্তীতে তার নাম হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এরপর ১৯৭৫-৭৬ সালে কারখানাটির নাম হয় বার্ন স্ট্যান্ডার্ড। গত ২ মাস ধরে কারখানা শ্রমিকদের পারিশ্রমিক মিলছিল না। কিন্তু তারপরেও বিনা বেতনেও কাজ করে যাচ্ছিলেন শ্রমিকরা। বহু প্রাচীন সেই কারখানাটিই এবার বন্ধের নোটিশ ঝোলানো হল। এর ফলে বার্নপুর ইউনিটে ২৬২ জন স্থায়ী কর্মচারী, ১৫০ জন ঠিকা শ্রমিক এবং হাওড়া ইউনিটে ২২০ জন কর্মহীন হয়ে পড়লেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.