কেন্দ্রীয় সরকারের ভুল নীতির শিকার অসংখ্য শ্রমিক৷বার্ণস্ট্যাণ্ডার্ডে ঝোলানো হোলো ক্লোজার নোটিশ৷
আসানসোলঃ—৪/৪/১৮ তে গৃহীত ক্লোজার নোটিশ এসে পৌঁছালো বার্ণ স্ট্যাণ্ডার্ড কারখানায়৷মাথায় হাত শ্রমিকদের৷এতদিন সংবাদ মাধ্যমে কারখানা বন্ধের চর্চা থাকলেও কোথাও যেন আসায় বুক বেঁধেছিলেন কারখানায় কর্মরত শ্রমিকেরা৷তাদের মতে বছরে শতাধিক গাড়ি তৈরী হত এই কারখানায়৷লাভের খতিয়ানে চলা সচল কারখানাও এ ভাবে বন্ধ হতে পারে,তা যেন বিশ্বাসই হচ্ছে না কর্মরত শ্রমিকদের৷
যদিও গত দুমাস ধরে তাদের কোনো পেমেন্ট বাকি রয়েছে৷তবু শিল্পাঞ্চলের বুকে এক এক করে কারখানা বন্ধ হয়ে পড়ায় কালো দিন এগিয়ে আসছে যেন৷আগামী ২১শে জুন কারখানা ১০০বছরে পা দিত৷বর্তমানে বার্ণপুর ইউনিটে ২৬২জন ও হাওড়া ইউনিটে ২২২জন স্থায়ী শ্রমিক এবং বার্ণপুর ইউনিটে ১৫০জন ঠিকা শ্রমিক কর্মরত ছিলেন৷ক্লোজার নোটিশ এসে পড়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়লো৷একই সাথে শ্রমিকদের ক্ষোভ,রাজ্য সরকার বা এ শহরের কেন্দ্রীয় মন্ত্রী কারো কাছেই এ কারখানা চালু রাখার ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা পাননি৷১৯৭৫-৭৬এ এই কারখানার নাম (আই এস ডাবলু)ইণ্ডিয়ান স্ট্যাণ্ডার্ড ওয়াগেন থেকে বার্ণস্ট্যাণ্ডার্ড হয়৷মমতা ব্যানার্জী রেল মন্ত্রী থাকা কালীন এই কারখানাকে রেলের সাথে সংযুক্তি করেছিলেন৷তবুও কেন্দ্রীয় সরকারের ভুল নীতির শিকার হয়ে কাজ হারাতে বসেছেন শ্রমিকেরা৷
Loading...
কোন মন্তব্য নেই