বিচারকের সামনে কেঁদে ফেললেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী! কেন?
নজরবন্দি ব্যুরো: মামলার দ্রুত রায় ঘোষণা করা হক,এই দাবি জানিয়ে আদালতে কেঁদে ফেললেন সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়
এদিন বিচারকের কাছে তাঁর কাতর আর্তি, 'আর পারছি না। যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পতি করুন।' সারদা ট্যুর এন্ড ট্রাভেলস মামলায় অন্যতম অভিযুক্তদের মধ্যে আছেন দেবযানী। পাঁচ বছর পর আজ সারদা ট্যুর এন্ড ট্রাভেলস মামলার চার্জ গঠন হয়। এর আগে বেশ কয়েকবার অসুস্থতার কারণে বালুরঘাট আদালতে হাজিরা দিতে পারেননি জেলবন্দি সারদা কর্ণধার সুদীপ্ত সেন।
ফলে চার্জ গঠন সম্ভব হয়নি আদালতের পক্ষে। এদিন সারদা ট্যুর এন্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত সবাই আদালতে হাজির ছিল। সবার উপস্থিতিতেই এদিন এই গুরুত্বপূর্ণ মামলার চার্জ গঠন হয়। এদিন সকালে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সুদীপ্ত ও দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় বালুরঘাটে।
Loading...
কোন মন্তব্য নেই