Header Ads

এবারেও জয়ের ব্যাপারে নিশ্চিত বাম প্রার্থীরা৷ কোথায়? Exclusive

আসানসোলঃ—আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের সাতটি আসন এবং জেলা পরিষদ ও সমিতির একটি আসনে এবারেও জয়ের ব্যাপারে নিশ্চিত বাম প্রার্থীরা৷প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন রানিগঞ্জের বাম বিধায়ক রুণু দত্ত৷
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে   এলাকায় দেওয়াল লিখন থেকে প্রচার চলছে জোর কদমে৷২০১২-১৩সালেও তৃণমূল ঝড়ে অটুট ছিল বামেদের এই দূর্গ৷ইতিমধ্যে এই পঞ্চায়েত কর্ম সাফল্যের খতিয়ানে ও পরিষেবা প্রদানের লক্ষে পুরস্কৃত ও সম্মানিতও হয়েছে সরকার থেকে৷প্রচারে বেরিয়ে বিধায়ক বলেন,শাসক দলের দুর্বৃত্তদের ভয় দেখানো চলছেই,রয়েছে নানান অপপ্রচার ও কুৎসা৷তবুও জয়ের ব্যাপারে নিশ্চিত বাম প্রার্থীরা৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.