Header Ads

লালবাজারে শামি।মুখোমুখি জেরা হতে পারে দাদার সাথে।


নজরবন্দি ব্যুরোঃ   গৌতম গম্ভীরদের সঙ্গে একই উড়ানে চড়তে পারলেন না ভারতীয় পেসার মহম্মদ সামি। কারণ বুধবার লালবাজারে কলকাতা পুলিসের সদর দফতরে হাজিরা দিতে হয়েছে তাঁকে।
 মার্চে মহম্মদ সামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনে লালবাজারের মহিলা গ্রিভ্যান্স সেলের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান।সেই সূত্রেই বুধবার সামিকে লালবাজারে তলব করে তদন্তকারীরা।তাঁদের নির্দেশেই কলকাতা পুলিসের সদর দফতরে হাজির হলেন মহম্মদ সামি।পুলিস সূত্রের খবর শামি আর তাঁর দাদাকে মুখমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.