Header Ads

এক নজরে দেখে নিন বিশ্বকাপে ভারতের খেলার সূচী।


নজরবন্দি ব্যুরো: ২০১৯ এর বিশ্বকাপ ক্রিকেটে ঢাকে কাঠি পড়ল। প্রকাশিত হল বিশ্বকাপ ক্রিকেটের ক্রীড়া-সূচি।এবার বিশ্বকাপে মট ১০ টি দল খেলবে।
এবার ইংল্যান্ডের বিশ্বকাপের ক্রীড়া সূচিতে সব দল সবার সাথে খেলবেন। গ্রুপ লিগের পরে সেরা ৪ টি দল উঠে আসবে সেমিফাইনালে। এবার ভারতকে প্রথমের দিকে মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতন হেভি-ওয়েট দল গুলির।
আসুন এক নজরে দেখে নিই ভারতীয় দলের ক্রীড়া-সূচি।


১। ৫ই জুন২০১৯- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা(সাউদানপটন)
২। ৯ই জুন২০১৯- ভারত বনাম অস্ট্রেলিয়া(ওভাল)
৩। ১৩ই জুন২০১৯- ভারত বনাম নিউজিল্যান্ড(নটিংহ্যাম)
৪। ১৬ই জুন২০১৯- ভারত বনাম পাকিস্তান(ম্যাঞ্চাস্টের)
৫। ২২এ জুন২০১৯- ভারত বনাম আফগানিস্তান(সাউদানপটন)
৬। ২৭এ জুন২০১৯- ভারত বনাম ওয়েস্টইণ্ডিজ(ম্যাঞ্চাস্টের)
৭। ৩০এ জনু২০১৯- ভারত বনাম ইংল্যান্ড(বার্মিংহাম)
৮। ২রা জুলাই২০১৯- ভারত বনাম বাংলাদেশ(বার্মিংহাম)
৯। ৬ই জুলাই২০১৯- ভারত বনাম শ্রীলঙ্কা(লডস)

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.