Header Ads

৩০ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা সহ এক ভারতীয় যুবককে গ্রেফতার করল বি এস এফ।


নজরবন্দি,বালুরঘাট: গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ থেকে ভারতে ত্রিশ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা সহ এক ভারতীয় যুবককে গ্রেফতার করল বি এস এফ। পাশাপাশি যে মোটর  সাইকেল করে সোনার গহনা গুলি পাচার করে আনা হচ্ছিল আটক করা হয়েছে সেই মোটর সাইকেলটিও।
ঘটনা টি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভারত - বাংলাদেশ এলেনপুর সীমান্তে। ধৃত ওই সোনা পাচার কারি যুবকের নাম শৈলেন বিশ্বাস। বাড়ি তপন থানার টাওয়ারডাংগা গ্রামে
বলে জানিয়েছে বি এস এফ। ১২২ নম্বর বি এস এফ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে সীমান্তের ওপার থেকে সোনা পাচার করে এপারে নিয়ে আসা হচ্ছে। খবর পেয়েই বি এস এফ নজরদারী চালিয়ে ভারত - বাংলা সীমান্ত লাগোয়া এলেনপুর গ্রামের এলাকা থেকে এক মোটর সাইকেল আরোহী যুবককে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে আসে।
ক্যাম্পে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ ও তার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে প্রায় এক কিলোগ্রাম ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা উদ্ধার করে বি এস এফ। বি এস এফ সূত্রে আরও জানা গেছে সোনার গহনা গুলো দুবাই থেকে তৈরি করা হয়েছে বলে ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে। অপরদিকে আজ দুপুরে ধৃত ওই যুবক শৈলেন বিশ্বাস ও সোনার গহনা ও মোটর সাইকেল সমেত বালুরঘাট শুল্ক দপ্তরের হাতে বি এস এফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে বলে বি এস এফ সূত্র মারফৎ জানা গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.