পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা রাজ্য সরকারের।
নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার সুর চড়াতেই নড়েচড়ে বসল কমিশন। কমিশন না ডাকলে একতরফা-ভাবেই পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করবে রাজ্য।
নবান্ন সূত্রে খবর মিলতেই তড়িঘড়ি নবান্নে ফোন করলেন নির্বাচন কমিশনার এ কে সিং।
নির্বাচন কমিশনারের ফোন পাওয়ার পরই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে রাজ্য তার প্রস্তাব ফ্যাক্স করে কমিশনে পাঠিয়ে দেয় বলে খবর।
প্রস্তাবে বলা হয়েছে, ১৪ মে এক দফায় ভোট চায় রাজ্য। সেক্ষেত্রে ভোটের ফল গণনা হোক ১৬ মে। অর্থাৎ রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার। তবে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেন সেই দিকে তাকিয় রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল।

No comments