Header Ads

''সংবাদ মাধ্যমের স্বাধীনতা" সারা বিশ্বের মধ্যে ভারত এখন ১৩৮ তম! লজ্জা!


নজরবন্দি ব্যুরোঃ 'Reporters Without Border' ( RSF ) - এর বার্ষিক রিপোর্ট যা বুধবার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ''সংবাদ মাধ্যমের স্বাধীনতা"য় ভারত সারা বিশ্বে নিজেদের অবস্থান দুই ধাপ নামিয়ে ফেলে ১৩৮তম স্থানে রয়েছে, পাকিস্তানের ঠিক উপরে। রিপোর্ট বলছে "মোদীর শাসনে ভারতে বিদ্বেষমুলক বক্তব্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

সেখানে যে ধরণের ভাষার ব্যবহার করা হচ্ছে তা উদ্বেগের। মোদী ক্ষমতায় আসার পর থেকে যে ভাবে হিন্দু জাতীয়তাবাদীরা মাথাচাড়া দিয়েছে ও সাংবাদিকদের হুমকি দিচ্ছেন তা নিন্দনীয় । কাজেই একের পর এক হত্যা , আক্রমণ ও সাংবাদিকদের বিরুদ্ধে বিদ্বেষমুলক ভাষা ব্যবহারের জন্যেই ভারত আরও দু ধাপ নেমে এসেছে।"
সাংবাদিক গৌরী লঙ্কেশ এর খুন নিয়ে এই রিপোর্টে কোন রাখঢাক না করেই বলা হয়েছে - " তাঁর সরকার-বিরোধী লেখার জন্য তাকে খুন করা হয়েছে।


তার আগে তাঁকে ক্রমাগত প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে । তারপর বাড়ীর মধ্যেই তাঁকে গুলি করে মারা হয়েছে। কারণ তিনি হিন্দুত্ববাদী সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এই একই কারণে ২০২৭ সালে হত্যা করা হয়েছে আরও তিন সাংবাদিককেও। তাঁরাও সরকারের বিরোধিতা করে সংবাদ করেছিলেন , সে জন্যই তাঁদের ওই পরিণতি হয়।"

ধর্মীয় ফ্যাসিবাদের ছায়া দীর্ঘায়িত হচ্ছে।
অনেকে মজা করে বলছেন ভাগ‍্যিস্, এই সমীক্ষার আওতায় পশ্চিমবঙ্গের সাংবাদিক নিগ্রহের ঘটনা ধরা হয়নি! তাহলে প্রথম পুরস্কার মিস্ হতো না!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.