একই দিনে সিপিআইএমের পর এবার কংগ্রেস প্রার্থীকে অপহরন তৃণমূলের! রায়গঞ্জে ধুন্ধুমার।
নজরবন্দি ব্যুরো, রায়গঞ্জ ২৬ এপ্রিল : সিপিআইএমের পর এবার ২১ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেসের প্রার্থীকেও অপহরণ করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একই দিনে বাম ও কংগ্রেসের দুই জেলা পরিষদের প্রার্থীকে অপহরণ করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রায়গঞ্জে।
কংগ্রেসের অভিযোগ বৃহস্পতিবার সকাল থেকেই জেলা পরিষদ প্রার্থী লিয়াকৎ আলির বাড়ির সামনে সশস্ত্র দুষ্কৃতীরা ঘাটি গেড়ে বসেছিল। জেলা পুলিশ ও প্রশাসনকে বারংবার খবর দেওয়া হলেও কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেনি তাঁরা। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ প্রার্থী ও তাঁর স্ত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা।
এদিকে সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে রায়গঞ্জে। অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অপহৃত তৃণমূল প্রার্থী ২২ নম্বর এসসি মহিলা সংরক্ষিত আসন সুভাষগঞ্জ এলাকার জেলা পরিষদের প্রার্থী। তাঁর নাম আশা পাল (দাস)। অপহৃত হয়েছেন প্রার্থীর স্বামী রঞ্জিত পাল ও কন্যা রাখি পাল।
সিপিএমের অভিযোগ, মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করার উদ্দেশ্যেই শাসক দলের দুষ্কৃতীরা প্রার্থী সহ তাঁর পরিবারকে অপহরণ করেছে। সিপিএম নেতা উত্তম পাল জানিয়েছেন, তাঁর ভাই রঞ্জিত পাল সোহারই মোড়ের একটি পাউরুটির কারখানায় কাজ করেন। বুধবার সেখান থেকে কাজ সেরে বেরোনর পরেই কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর উপর।
অভিযোগ, রঞ্জিত বাবুর স্ত্রী ও তাঁর কন্যাকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে দুষ্কৃতীরা। এরপরেই মোটর বাইকে করে এক দুষ্কৃতী প্রার্থী ও তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে এনে সোহারই মোড় এলাকার ছিন্নমস্তা কালী মন্দিরের সামনে থেকে একটি নম্বর ছাড়া সাদা গাড়িতে উঠিয়ে চম্পট দেয়।
উত্তম বাবু আরও বলেন, এই ঘটনার পর রঞ্জিত বাবুর সাথে একবারই ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তখনই ঘটনা জানতে পারি। এরপর থেকে আর তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রার্থী ও তাঁদের পরিবারকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায় নি। উত্তম বাবুর অভিযোগ, মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে ওই দুষ্কৃতীরা প্রার্থী ও তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরপর অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যে।
Loading...
কোন মন্তব্য নেই