Header Ads

২০১৯-এ বিনাশ মোদী সরকারের? কোন দিকে জনমত? কি বলছে সমীক্ষা? বিশেষ প্রতিবেদন।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯-এ দেশ জুড়ে পালিত হবে এক সুবিশাল গণতান্ত্রিক উৎসব। এই লোকসভা নির্বাচনের ফলাফল স্থির করে দেবে এর পরের পাঁচ বছর দেশের শাসন ক্ষমতার লাগাম কার হাতে থাকবে। এখানেই তৈরি হয়েছে বিরাট একটা প্রশ্ন। ২০১৪-র স্মৃতিকে তাজা করে এবারও কি দেশের রাজনীতির মসনদে নিজের ক্ষমতা কায়েম করতে পারবে বিজেপি? প্রধানমন্ত্রীর গদি টিকবে নরেন্দ্র মোদীর?  
 এই প্রশ্নের উত্তর সমীক্ষায় যা মিলছে তা মোটেই স্বস্তির নয় বিজেপি সরকারের জন্য। কারণ একাধিক দেশী এবং বিদেশী সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ এর নির্বাচনই মোদী সরকারের বিদায় ঘন্টা বাজাবে। মর্গ্যান স্ট্যানলি নামে এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৯ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবে না বিজেপি। এর ফলে গঠিত হবে মিলিজুলি সরকার। এই সরকারের স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলে।
 আর এক বছরের মধ্যেই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে অনুষ্ঠিত নির্বাচন যজ্ঞে অংশ নেবেন দেশের ৯৩০ মিলিয়ন নাগরিক। পাঁচ বছর আগে ২০১৪ র লোকসভা নির্বাচনে রেকর্ড সৃষ্টি করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতায় আসে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর এই ক'বছরে মোদীর শাসনকালে দেশ জুড়ে তৈরি হয়েছে একাধিক অস্থিরতা, যা দুর্বল করেছে বিজেপি সরকারের ভিত। কখনো দলিত নিগ্রহ, কখনো বিলিয়ন ডলারের আর্থিক কেলঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। তাতে নাম জড়িয়েছে বিজেপি সরকারের। সম্প্রতি ঘটে যাওয়া কাঠুয়া ধর্ষনকান্ড এবং উন্নাওয়ের ঘটনা মোদী সরকারের অস্বস্তি আরও বাড়িয়েছে। আর এর ফলে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা সঙ্কট বাড়িয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের, যার প্রভাব পড়তে চলেছে ভোটব্যাঙ্কে।
 গত চার বছরে বিজেপি শাসিত রাজ্য গুলির একের পর এক উপনির্বাচনে বিজেপির পরাজয় জনগনের মনোভাবকে স্পষ্ট করেছে। আগামি লোকসভা ভোটে এর প্রভাব বিপুল আকারে পড়বে বলেই মত রাজনৈতিক মহলের। এর ফল হবে সুদূরপ্রসারী। বিনিয়োগের ক্ষেত্রে ফের বড় রকমের ধস নামতে চলেছে দেশ জুড়ে। অস্থির রাজনৈতিক পরিস্থতিতে থাকা দেশে বিনিয়োগে ভরসা হারাচ্ছে বিদেশী বিনিয়োগকারী সংস্থা গুলি। এর ফল পড়বে দেশের অর্থনীতিতেও।
এখন সমীক্ষাকে সত্যি করে ২০১৯-এ ই কি বিদায় হবে মোদী সরকারের? নাকি ঘটবে কোনো ব্যাতিক্রম? বলবে সময়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.