Header Ads

কাঠুয়া-উন্নাও ধর্ষকদের শাস্তির দাবিতে রেল অবরোধ হাওড়া লাইনে।

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে ঘটে যাচ্ছে একের পর এক নির্মম তথা ঘৃন্য ঘর্ষনের ঘটনা। ঘর্ষনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে রেল অবরোধ করা হল হাওড়া লাইনে।

দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, কাঠুয়া, উন্নাও এবং অন্যান্য সমস্ত ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয় হোক। সকাল বেলাতেই এই দাবিতে রেল অবরোধ করা হয়। এর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে লোকাল ও দুরপাল্লার ট্রেন। আটকে রয়েছে প্রায় ১৬টি ট্রেন, যার মধ্যে রয়েছে মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, লালমাটি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস। অবরোধের জেরে হাওড়াতেও ছাড়তে দেরী হচ্ছে একাধিক ট্রেন।

এদিকে দিনের ব্যস্ত সময়ে রেল অবরোধের ফলে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। অবরোধ তোলার জন্য হাওড়া পুলিশ সুপারের কাছে সাহায্য চেয়েছে রেল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.