আপনি ফেসবুক ব্যাবহার করেন? আপনার জন্যে দারুন সুবিধা নিয়ে এল ফেসবুক।
নজরবন্দি ব্যুরোঃ আপনি ফেসবুক ব্যাবহার করেন? আপনার জন্যে দারুন সুবিধা নিয়ে এল ফেসবুক। সম্প্রতি তথ্য চুরির ধাক্কায় নড়ে গিয়েছিল বিশ্বের সোশ্যাল মাধ্যমের শিখরে থাকা ফেসবুক। 'নড়লেও' জনপ্রিয়তায় বিন্দুমাত্র আঁচ পড়েনি ফেসবুকের! এবার ফেসবুক কর্তিপক্ষ নিয়ে এল আপনার জন্যে দারুন সুবিধা।
কিভাবে?
দেখেনিন স্টেপ বাই স্টেপ...
- ফেসবুক অ্যাপটিকে আপডেট করুন
- অ্যাপ খুলে ডানদিকে মেনু বাটনে যান। দেখবেন Mobile Top Up অপশন
- ক্লিক করুন Mobile Top Up অপশনে
- সেখানে দেখবেন রিচার্জের অপশন
- রিচার্জ অপশনে গিয়ে ফোন নম্বর, টাকার পরিমাণ বা অন্যান্য তথ্য দিন
- এবার ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের অপশন আসবে (ডেবিট কার্ড হলে ভিসা বা মাস্টারকার্ড হতে হবে)
Loading...
কোন মন্তব্য নেই