Header Ads

চতুর্থদিনেই কমনওয়েলথের ভারতের ঝুলিতে সপ্তম সোনা! #Exclusive

শুভব্রত মুখার্জি: দিনের শুরুতেই ভারোত্তলন এবং শুটিং থেকে ২টি সোনা তুলে নিয়েছিল ভারত। দিনের শেষে এল কিছুটা "অপ্রত্যাশিত" সোনা। মেয়েদের টেবিল টেনিসের মহিলাদের দলগত ইভেন্টে সিঙ্গাপুরকে রীতিমতো উড়ি দিয়ে সোনা ঘরে তুলল মনীকা বাত্রার,মৌমা দাসের দল।

প্রসঙ্গত উল্লেখ্য কমনওয়েলথের মহিলা দলগত বিভাগে এর আগে কখনও হারেনি সিঙ্গাপুর। প্রথম ম্যাচে ওয়াল্ড নং ৪ টি.ফেঙ্গকে হারান মনিকা বাত্রা। দ্বিতীয় ম্যাচে পাটকারকে হারিয়ে সিঙ্গাপুরের হয়ে সমতা ফেরান ইউ। মহিলাদের ডবলস জিতে মৌমা দাস,পাটকার জুটি ভারতকে ২-১ এগিয়ে দেন। ফিরতি সিঙ্গলসে মনিকা বাত্রা একপ্রকার ঝোউকে উড়িয়ে দিয়ে ভারতের হয়ে সপ্তম সোনা জয় সম্পন্ন করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.