গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী।
নজরবন্দি ব্যুরোঃ বারাবনি থানার শ্যামসুন্দরপুর গ্রামের জীবন ঘোষের ২৬ বছরের মেয়ে মিতালীর সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় জামুড়ীয়া থানার বিজয়নগরের সুবল পালের ছেলে তরুন পালের।বিয়ের সময় যৌতুক এবং নগদ টাকা দেওয়া হয়।
তরুন ছোট ব্যাবসা করে,বিয়ের এক বছর পর থেকেই নানা কারণে শ্বশুর বাড়ি থেকে আরো টাকা-পয়শা চাওয়া শুরু হয়,এবং সাথে শারীরিক অত্যাচার করা হতো বলে অভিযোগ৷গতকাল সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় মিতালী আগুনে পুড়ে গেছে৷খবর পেয়ে মিতালীর বাপের বাড়ির লোক হাসপাতালে এসে দেখে মিতালী মারা গেছে।
মিতালীর শশুরবাড়ীতে গিয়ে বাড়ী ফাঁকা দেখে জামুড়ীয়া থানাতে মিতালীর শ্বশুর সুবল পাল, শাশুড়ী তনু পাল, দেওর অরুন পাল,বরুন পাল,স্বামী তরুন পাল এবং বরুন পালের স্ত্রী চন্দনা পাল সহ ছয় জনের নামে মিতালীকে শারীরিক অত্যাচার ও আগুনে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা হয়৷পুলিশ মিতালীর স্বামী তরুন পালকে গ্রেপ্তার করেছে,তবে পরিবারের বাকি সবাই এখনো পলাতক।
তরুন ছোট ব্যাবসা করে,বিয়ের এক বছর পর থেকেই নানা কারণে শ্বশুর বাড়ি থেকে আরো টাকা-পয়শা চাওয়া শুরু হয়,এবং সাথে শারীরিক অত্যাচার করা হতো বলে অভিযোগ৷গতকাল সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় মিতালী আগুনে পুড়ে গেছে৷খবর পেয়ে মিতালীর বাপের বাড়ির লোক হাসপাতালে এসে দেখে মিতালী মারা গেছে।
মিতালীর শশুরবাড়ীতে গিয়ে বাড়ী ফাঁকা দেখে জামুড়ীয়া থানাতে মিতালীর শ্বশুর সুবল পাল, শাশুড়ী তনু পাল, দেওর অরুন পাল,বরুন পাল,স্বামী তরুন পাল এবং বরুন পালের স্ত্রী চন্দনা পাল সহ ছয় জনের নামে মিতালীকে শারীরিক অত্যাচার ও আগুনে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা হয়৷পুলিশ মিতালীর স্বামী তরুন পালকে গ্রেপ্তার করেছে,তবে পরিবারের বাকি সবাই এখনো পলাতক।
No comments