Header Ads

দুটি বাড়ির কাজ সেরে তৃতীয় বাড়ির কাজে যাওয়ার আগে মনোনয়ন পত্রটা জমা দিয়ে গেলেন লক্ষী! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে রাজ্যে। শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আর এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য। কোথাও বিরোধী প্রার্থীকে পেছন থেকে ছুরি মেরে রক্তাক্ত করেছে শাসক দলের গুণ্ডারা, আবার কোথাও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
বারবার সন্ত্রাস সৃষ্টিতে নাম উঠে এসেছে শাসক দলের। কিন্তু 'প্রতিকূল' পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলেছে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। সন্ত্রাস কিংবা মারের ভয় দমিয়ে রাখতে পারেনি বাম নেতা কর্মীদের। ঠিক যেমন ভাবে পারেনি গড়বেতার বাম একনিষ্ঠ কর্মী লক্ষ্মী রুইদাসকে।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সিপিআইএম প্রার্থী লক্ষ্মী রুইদাস। রান্নার কাজ করে সংসার চালান তিনি। কিন্তু এতো কিছুর পরেও মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজে খামতি ছিল না লক্ষ্মী দেবীর। ভোর থেকে দুটি বাড়ির রান্নার কাজ সেরে তৃতীয় বাড়ির রান্না করতে যাওয়ার আগে পঞ্চায়েতে মনোনয়ন পত্রটা জমা দিয়ে গেলেন তিনি। ফেরার পর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে জমা দিতে পারলেন কিনা তখন হাসি মুখে জবাব, "দিবনি মানে,লড়াই না করে উদের ছাড়ব নি!"

নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হচ্ছে রাজ্য। কিন্তু তার মধ্যেও এগিয়ে চলছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের পরীক্ষায় কে বেশি নম্বর পাবে তা বলবে সময়। কিন্তু যুদ্ধ যে সংঘবদ্ধ হচ্ছে তার বিউগল শোনা যাচ্ছে বাম শিবির থেকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.