Header Ads

দলবদলের খেলায় কংগ্রেসের মরা গাঙে জোয়ার আসানসোলে৷

আসানসোলঃ—রবিবার সন্ধ্যায় জাতীয় কংগ্রেসের আসানসোল রাহালেন পার্টি অফিসে আরজেপি থেকে সোমনাথ চ্যাটার্জী তার ৪০জন অনুগামী নিয়ে কংগ্রেসে যোগ দিলেন৷

পাশাপাশি এদিন সিপিআইএম,বিজেপি থেকেও বেশ কিছু কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে দাবি করেন শিল্পাঞ্চলের কংগ্রেস নেতা শাহিদ পারভেজ৷এদিন আগত সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন শাহিদ পারভেজ ভিনসেন্ট হুইলাররা৷

কংগ্রেসে যোগদান প্রসঙ্গে শাহিদ বাবু বলেন,দেশ ও রাজ্যজুড়ে সাম্প্রদায়িক বাতাবরণে মানুষের আস্থা ক্রমশ কংগ্রেসের দিকে ফিরছে৷এটা তারই নজির৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.