কমনওয়েলথে হকিতে ওয়েলসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের
নজরবন্দি ব্যুরো: ওয়েলসের বিরুদ্ধে কমনওয়েলথের গ্রুপ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ে ফিরল ভারত। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ২ গোলে এগিয়ে থেকে ও ২-২ ড্র করেছিল ভারত।
২য় কোয়ার্টারে দিলপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই গ্যারেথ ফারলং গোল করে ওয়েলসের সমতায় ফেরান।এরপর মনদীপ সিং গোল করে ২-১ এ ভারত এগিয়ে গেলেও পেনাল্টি কর্নার থেকে গোল করে ওয়েলস সমতায় ফেরে।
শেষের কোয়ার্টারে শেষ মুহূর্তে হরমনপ্রীত যখন গোল করে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছিলেন তখন সকলে ধরেই নিয়েছিলেন ভারত জিতে গেছে।
কিন্তু তার ১ মিনিটের মধ্যেই ওয়েলস গোল করে ম্যাচের ফলাফল ৩-৩ করে। ৪র্থ কোয়ার্টারে ১:৪৬ মিনিট খেলা বাকি থাকতে সুনীলের গোলে ৪-৩ ফলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনে ভারত।
২য় কোয়ার্টারে দিলপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই গ্যারেথ ফারলং গোল করে ওয়েলসের সমতায় ফেরান।এরপর মনদীপ সিং গোল করে ২-১ এ ভারত এগিয়ে গেলেও পেনাল্টি কর্নার থেকে গোল করে ওয়েলস সমতায় ফেরে।
শেষের কোয়ার্টারে শেষ মুহূর্তে হরমনপ্রীত যখন গোল করে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছিলেন তখন সকলে ধরেই নিয়েছিলেন ভারত জিতে গেছে।
কিন্তু তার ১ মিনিটের মধ্যেই ওয়েলস গোল করে ম্যাচের ফলাফল ৩-৩ করে। ৪র্থ কোয়ার্টারে ১:৪৬ মিনিট খেলা বাকি থাকতে সুনীলের গোলে ৪-৩ ফলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনে ভারত।
No comments