Header Ads

বাগানের হয়ে মাঠে ছুটবেন অর্ণব নাকি কিংশুক? কার দিকে ঝুঁকলেন সৃঞ্জয়?

নজরবন্দি ব্যুরোঃ নতুন মরশুমের জন্য ঘর গোছাতে শুরু করেছে ফুটবল ক্লাব গুলি। ঘুটি সাজাচ্ছেন মোহনবাগান কর্তারাও। আর এই ঘুটি সাজানোর খেলায় সবুজ মেরুন মাঠে ছুটে বেড়াচ্ছে এই মুহূর্তে দুটি নাম। কিংশুক দেবনাথ নাকি অর্ণব মণ্ডল?
কে থাকবেন মোহনবাগান দলে? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে দোলাচল। ডিফেন্স-এর শক্তি বাড়ানোর জন্য বাগান কর্তারা অর্ণব মণ্ডলের সাথে এক প্রস্থ কথা যদিও সেরে ফেলেছেন তবুও বল যে অর্নবের কোর্টেই ঢুকবে এমনটা নয়। কারণ অর্ণবের জায়গায় কিংশুক দেবনাথকে নেওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

একসময় ইস্টবেঙ্গলের জন্য খেলে কেরিয়ারের পড়তির দিকে বাগানকে কতটা দিতে পারবেন অর্ণব এই নিয়ে দ্বিধা রয়েছে বাগান কর্তাদের। এদিকে আগাগোড়া মোহনবাগান সমর্থক কিংশুকের পাল্লা যে বেশ ভারি তা বোঝাই যাচ্ছে। মোহনবাগান সমর্থকরা চাইছেন এমন একজন কেউ বাগানের হয়ে মাঠে নামুক যে শুধুমাত্র পেশাদার মোহনবাগানী হবেন না, মনেপ্রাণেও মোহনবাগানী হবেন। এদিক থেকে বিচার করলে কিংশুক দেবনাথকেই এগিয়ে রাখতে হয়।

কিংশুক নাকি অর্ণব, এই দড়ি টানাটানির খেলায় কিংশুকের দিকেই ঝুঁকছেন বাগান কর্তাদের একটা বড় অংশ, খবর সূত্রের। খোদ সৃঞ্জয় বসুরও নাকি পছন্দ কিংশুক দেবনাথ। এখন বাগানের হয়ে 'গোল' ফোঁটাতে দেখা যাবে কিংশুককে নাকি অর্নবকে? বলবে সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.