Header Ads

"চরম সন্ত্রাস" জমা দিতে না পারা মনোনয়ন পত্র নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বামেরা। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে চলছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা, চলছে মার-পাল্টা মার। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ দেখছে এক অভুতপুর্ব অবস্থা। সিপিআইএমের একাধিক নেতা মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া কে, মাথায় আঘাত লেগেছে তাঁর। সুজন চক্রবর্তীর মাথায় লেগেছে লাঠির বাড়ি, ঝরেছে রক্ত।

বিজেপির একজন খুন হয়েছে। সিপিআইএমের একাধিক সমর্থক আহত, হাসপাতালে ভর্তি। প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক কে মারধোরের পাশাপাশি মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তাঁর স্ত্রী কে চুলের মুঠি ধরে মারা হয়েছে, গলা টিপে ধরে রাস্তায় ফেলে শ্লীলতাহানি করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সামনে দলীয় সমর্থকদের মারা হয়েছে। থানায় অভিযোগ করতে গিয়ে খোদ সাংসদ কে দাঁড়িয়ে থাকতে হয়েছে ১ ঘণ্টারও বেশি।


বিভিন্ন অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বামফ্রন্টের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলী, শমিক লাহিড়ী, রাহুল ঘোষ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা বামফ্রন্টের নেতৃত্ব। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নমিনেশন জমা দিতে না পারা প্রার্থীরা হাজির। তাঁদের হাতে রয়েছে সেই সব নমিনেশন পত্র যেগুলো তাঁরা জমা দিতে পারেননি। নির্বাচন কমিশনের কাছে একটাই দাবী নমিনেশন জমা নিতে হবে ও নিরাপত্তা দিতে হবে। জেলার নমিনেশন জমা দিতে না পারা প্রার্থীদের নমিনেশন এর কাগজ নিয়ে ভেতরে যাওয়া হচ্ছে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.