Header Ads

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি মেহুল-মোদীর নামে। পিএনবি-কাণ্ডে নয়া মোড়।

নজরবন্দি ব্যুরোঃ পি এন বি কাণ্ডের দুই মূল অভিযুক্ত ধনকুবের নীরব মোদী ও তাঁর মামা জুয়েলারি মার্চেন্ট মেহুল চোখসির বিরুদ্ধে
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই। প্রায় ১৩ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পরই দুই অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে যান। তদন্তে নামে সিবিআই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেন। সিবিআই তদন্তে নেমে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচ আর খানকে পর্যন্ত জেরা করেছে ।

তদন্তকারীদের যুক্তি এতবড় ব্যাঙ্ক কেলেঙ্কারি ব্যাঙ্কের কর্তা-ব্যক্তিদের মদত ছাড়া করা সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। ফলে কেন্দ্রীয় গোয়েন্দারা নিয়মিত ব্যাঙ্ক কর্তাদের জেরা করে চলেছেন। সেইসঙ্গে নীরব মোদী ও মেহুল চোখসি যাতে দেশে ফিরে আসেন এবং তদন্তের মুখোমুখি হন সেই চেষ্টার করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.