Header Ads

নৈরাজ্য চলছে রাজ্যে, রাষ্ট্রপতি শাসন চেয়ে অভিনব প্রতিবাদ কংগ্রেস বিধায়ক মিল্টন রসিদের!! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ নমিনেশন ফাইল করতে দিচ্ছেনা শাষক দল, যোগ্য সঙ্গত দিচ্ছে প্রশাসন। বিরোধীদের রাজ্য জুড়ে দেওয়া হচ্ছে মার। এই অভিযোগে রাষ্ট্রপতি শাসন চেয়ে এক অভিনব প্রতিবাদ শুরু করলেন কংগ্রেস বিধায়ক। উল্লেখ্য, গতকাল রামপুরহাটে মনোনয়নপত্র জমা দিতে যাবার পথে, কংগ্রেস এবং বামপন্থী কর্মীদের পথ আটকায় পুলিশ।

ব্লকে মনোনয়ন জমা দিতে না পেরে গতকাল রামপুর হাটেরএসডিও অফিসে বাম এবং কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যায়। উপস্থিত ছিলেন কং বিধায়ক মিল্টন রসিদ, সিপিআইএম নেতা সন্দীপ বর্মন। মনোনয়নের মিছিল আটকে ব্যারিকেড দিয়ে পথ ঘিরে দেয় পুলিশ।
ঘটনাটি ঘটে রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ মিছিল কারীদের জানিয়ে দেয় "প্রস্তাবক আর প্রার্থী ছাড়া কেউ যেতে পারবে না এসডিও অফিসে, কারন ১৪৪ ধারা রয়েছে।" তখন বাম-কং নেতৃত্ব সেই প্রস্তাবে রাজি হয় এবং শর্ত দেয় "প্রার্থী এবং প্রস্তাবক যাবে কিন্তু তাঁরা যেমন যাবে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে পুলিশ কে।" কিন্তু পুলিশ রাজি হয় না।

পুলিশ জানায় তাঁরা নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না। এদিকে ১৪৪ ধারার মধ্যেই লাঠি, বাঁশ, অস্ত্র হাতে মজুত তৃণমূল কর্মীরা। বাম এবং কংগ্রেস নেতারা পুলিশ কে জিজ্ঞাসা করে ১৪৪ ধারা তো সবার জন্যে তাহলে তাঁর ভেতরে তৃণমূল অস্ত্র নিয়ে জমায়েত করল কিভাবে! উত্তর না দিয়ে পুলিশ জানিয়ে দেয় তাঁরা কোন দায়িত্ব নিতে পারবে না। বাম-আর কংগ্রেস মিছিল করে ভেতরে যেতে গেলে তাঁদের আটকে দেয় পুলিশ। অন্যদিকে এসইউসিআই, বিজেপির ক্ষেত্রেও পুলিশ একই ভূমিকা নিয়েছে বলে অভিযোগ!!

এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্য জুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগে অভিনব প্রতিবাদ শুরু করলেন কংগ্রেস বিধায়ক মিল্টন রসিদ। এক হাতে জাতীয় পতাকা অন্য হাতে দলীয় পতাকা নিয়ে একা রাষ্ট্রপতি শাসন চাই লেখা পোস্টার গলায় ঝুলিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন রাস্তার মাঝে বসে পড়েন তিনি। দেখুন কি বলছেন বিধায়ক মিল্টন রসিদ।
https://youtu.be/53QAhLZ3Coo

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.