Header Ads

নির্বাচনের আগেই তৃণমূলের বিজয় উৎসব হাওড়ার উদয়নারায়ণপুরে !

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের একমাস আগেই সোমবার হাওড়ার উদয়নারায়ণপুরে বিজয় উৎসব পালন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই বিধানসভা কেন্দ্রের ৯০ টির বেশি শতাংশ আসনে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় এই বিজয় উৎসব পালনের সিদ্ধান্ত নেয় রাজ্যের শাসক দল।

জানা গিয়েছে,শনিবার পর্যন্ত সিপিআই(এম) ২২৪টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ২৪টিতে আবার পঞ্চায়েত সমিতির ৪৮টি আসনের মধ্যে মাত্র ৮টি আসনে প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন।

তবে বিজেপি কোথাও প্রার্থী দিতে পারেনি। তৃণমূলের বিরুদ্ধে একই ভাবে সন্ত্রাসের অভিযোগ করেছে সিপিআই(এম) ও বিজেপি। সিপিএম(এর) হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার এবং বিজেপি-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক উভয় দলের প্রতিনিধিরা ব্যাপক সন্ত্রাসের অভিযোগ এনেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.