Header Ads

আসানসোলে শান্তি-বার্তা নিয়ে জনগণের সাথে দেখা করলেন মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট জনেরা।

নজরবন্দি ব্যুরো, আসানসোলঃ রবিবার অাসানসোলের রবীন্দ্রভবন প্রাঙ্গনে সমবেত হন বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সমাজের বিশিষ্ট জনেরা৷তারা মূলত রামনবমী মিছিলকে কেন্দ্র করে শহরে যে অশান্তির বাতাবরণ তৈরী হয়েছিল,তাতে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে সাক্ষাত করবেন এবং মানুষকে জানাবেন ঘৃণার উত্তের ঘৃণা বর্ষণে সমস্যার সমাধান নেই;

একমাত্র ভালোবাসা ও আস্থাই এই সমস্যা থেকে মানুষ ও সমাজকে মুক্তি দিতে পারে৷এই বিশিষ্ট মানুষ জনেরা নুরানি মসজিদের ইমামের সাথেও সাক্ষাত করবেন বলে জানান৷এদিনের এই মানবাধিকার সংগঠন গুলির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাগসেসআই পুরস্কার প্রাপ্ত হর্ষ মান্দার(আই.এস),ইরফান আলি,বিশিষ্ট সাংবাদিক বিশ্বজীৎ রায়,সেনজেভিয়ার্স কলেজের ঊদয়ানি সংগঠন ও "আমরা"৷এই সমস্ত বিষয়টির আয়োজক ছিলেন আসানসোল সিভিল রাইটস এর পক্ষ থেকে কল্যান মৌলিক৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.