২৫ ফুট দূর থেকে অব্যার্থ টিপে রাহুলের গলায় 'ফুলের' মালা পরাল সমর্থক! Exclusive Video
নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ব্যাপক প্রচারে নেমেছেন রাহুল গান্ধী। চলছে তাঁর আশীর্বাদ যাত্রা। সেই রকম এক প্রচারের মাঝেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। অভিনব পরিস্থিতির মাঝে পড়ে চমকিত রাহুল হতচকিত হয়ে হাত নাড়লেন!
আসলে হয়েছে কি বৃহস্পতিবার কর্নাটকের তুমাকুরু জেলায় হুডখোলা বাসে চড়ে রোড শো করছিলেন রাহুল গান্ধী। রাস্তার দুপাশে অসংখ্য জনতা তাঁর দিকে ফুল ছুঁড়ছিলেন। তিনিও পাল্টা হাত নাড়ছিলেন হাসিমুখে। এমন সময় জনতার মাঝথেকে একটি ফুলের মালা উড়ে এল রাহুলের দিকে!
অন্তত ২৫ ফুট দূর থেকে ছোড়া মালা অব্যার্থ টিপে স্থান পেল রাহুল গান্ধীর গলায়! এসপিজির সামনে এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে রাহুলের নিরাপত্তা নিয়ে। কারন ফুলের মালার বদলে অন্য কিছুও থাকতে পারত! যাই হোক কর্নাটকের ভোট গ্রহনের আগেই রাহুলের গলার মালা যেন বিজয় মালার মতই!
https://youtu.be/D6eEt70Wv4g
আসলে হয়েছে কি বৃহস্পতিবার কর্নাটকের তুমাকুরু জেলায় হুডখোলা বাসে চড়ে রোড শো করছিলেন রাহুল গান্ধী। রাস্তার দুপাশে অসংখ্য জনতা তাঁর দিকে ফুল ছুঁড়ছিলেন। তিনিও পাল্টা হাত নাড়ছিলেন হাসিমুখে। এমন সময় জনতার মাঝথেকে একটি ফুলের মালা উড়ে এল রাহুলের দিকে!
অন্তত ২৫ ফুট দূর থেকে ছোড়া মালা অব্যার্থ টিপে স্থান পেল রাহুল গান্ধীর গলায়! এসপিজির সামনে এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে রাহুলের নিরাপত্তা নিয়ে। কারন ফুলের মালার বদলে অন্য কিছুও থাকতে পারত! যাই হোক কর্নাটকের ভোট গ্রহনের আগেই রাহুলের গলার মালা যেন বিজয় মালার মতই!
https://youtu.be/D6eEt70Wv4g
No comments