Header Ads

আগামী লোকসভা নির্বাচনে মমতার পাশে আছিঃ চন্দ্রবাবু নাইডু

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রাথমিক আলোচনা প্রায় সেরে ফেলেছেন। এর পর তাঁর চেন্নাই যাওয়ার

সূচি বাতিল করেছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কারণে। তবে তাঁর না আসতে পারার জন্য যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সমঝোতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তা স্পষ্ট করে দিলেন স্বয়ং টিডিপি প্রধান। গত বুধবার নয়াদিল্লিতে চন্দ্রবাবু জানান, মোদী আদতে একজন বিশ্বাসঘাতক। তিনি অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ওই দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পওয়ার,

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কে সি বেণুগোপাল, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বিজেপি-বিরোধী ফ্রন্ট গঠনে মমতার ভূমিকা কে তিনি এই ভাবে বর্ণনা করেন তিনি বলেন, “এ কথা নতুন করে বলার নয় যে,

মমতা একজন বড়ো মাপের নেত্রী। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগও রয়েছে। ফলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী জোটে যে আমরা শরিক হতে চলেছি, তা প্রায় নিশ্চিত।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.