Header Ads

প্রচুর নিয়োগ পশ্চিমবঙ্গে, আবেদনের শেষ তারিখ ৫-ই মে।

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের গ্রামীণ ডাক-সেবক নিয়োগের অনলাইনের মাধ্যমে দরখাস্ত নেওয়া আবার শুরু হল। শূন্য পদের সংখ্যা প্রায় ৫৭৭৮।
পশ্চিমবঙ্গ সার্কেলে এই শূন্য পদের মধ্যে অসংরক্ষিত ২৭৬০, তপশিলি জাতি ১১৮৪, তপশিলি উপজাতি ২৮৬, ওবিসি ১৩২৮, শ্রবণ প্রতিবন্ধী ৮৬, অস্থি প্রতিবন্ধী ৮৩, দৃষ্টি প্রতিবন্ধী ৫১।

আবেদন করতে পারবেন কেবলমাত্র অনলাইনে। https://indiapost.gov.in
এই আবেদন করা যাবে ৫ই মে ২০১৮ পর্যন্ত।

আরও কিছু জানতে হলে পশ্চিমবঙ্গের প্রার্থীরা ফোন করতে পারেন 033-22120578 এই নাম্বারে বা ইমেল করতে পারেন gdsrecttenquiry450gmail.com এই আইডিতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.