Header Ads

পঞ্চায়েত ভোটের নতুন তারিখ ১৩ ও ১৫ মে? কি বলছে রাজ্য এবং নির্বাচন কমিশন?


নজরবন্দি ব্যুরোঃ গতকাল পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। মামলায় পরাজয় হয়েছে নির্বাচন কমিশনের এবং সেই সাথে রাজ্য সরকারের। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মনোনয়ন নিয়ে কমিশনের ১০ এপ্রিলের ঘোষণা বাতিল। বাড়ানো হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা। সেই সাথে এও স্থির হয়ে যায় গতকাল, পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট।
এই ঘোষণার পরেই পঞ্চায়েত নির্বাচনের নতুন তারিখ নিয়ে জলঘোলা শুরু হয়ে যায়। কবে হবে ভোট? রাজ্য সরকার আগামি মাসের ১৩ ও ১৫ তারিখ, অর্থাৎ ১৩ এবং ১৫ মে ভোট গ্রহণ করতে চাইছে। তবে এবিষয়ে দ্বিমত রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। ওই তারিখে ভোট গ্রহণে মত নেই কমিশনের। আজ ১০টি রাজনৈতিক দল যারা অভিযোগ জানিয়েছে আদালতে তাদের সাথে বৈঠক করবে কমিশন। তাদের সব অভিযোগ শোনার পরেই নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই বৈঠক।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল নির্বাচনের মনোনয়ন জমা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার পক্ষপাতী ছিল রাজ্য। সেক্ষেত্রে আজ মনোনয়ন জমা দিতে হত। কিন্তু রাজ্যের সেই আর্জি মেনে নেয়নি নির্বাচন কমিশন। বরং শনিবার মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সোমবার মনোনয়ন জারি করানোর বিষয়ে আগ্রহী কমিশন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.