Header Ads

বিয়ের পর প্রথম জন্মদিন অনুষ্কার। সারপ্রাইজ পার্টি দিতে চলেছেন স্বামী বিরাট।


নজরবন্দি ব্যুরোঃ আই পি এল নিয়ে চরম ব্যাস্ততার মধ্যে এখন বিরাট। তার উপর দল একের পর এক ম্যাচ হেরে চলেছে। কিন্তু বিয়ের পর প্রথম জন্মদিন বউ আনুস্কার। আর তা পালন করার করার জন্য রীতিমত উচ্ছসিত স্বামী বিরাট কোহলিকিন্তু এই নিয়ে বিন্দুমাত্র মুখ খুলতে চাইছেন না তিনি শোনা যাচ্ছে, অনুষ্কাকে সারপ্রাইজ দিতে চলেছেন তিনি

এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী বেঙ্গালুরুতে অনুষ্কার জন্মদিনের বিশেষ পার্টি আয়োজন করতে চলেছেন বিরাট আগামী মে জন্মদিন অনুষ্কারবিরাট অনুষ্কার ঘনিষ্ঠ মহল বলছে, দুই পরিবারের সদস্যরা অনুষ্কার জন্মদিন উপলক্ষ্যে উড়ে যাচ্চেন বেঙ্গালুরুতে সেখানেই উদাযপিত হবে মিসেস কোহলির বিয়ের পর প্রথম জন্মদিন বেঙ্গালুরুতে জন্মদিন কাটিয়ে ফের শ্যুটিং এর জন্য আমেরিকা উড়ে যাবেন অনুষ্কা

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.