গেইল ঝড়ের পর এই প্রথম মুখ খুললেন মেন্টর সেহওয়াগ।
নজরবন্দি ব্যুরোঃ গেইল ঝড় আজ
কি আছড়ে পড়বে ইডেনে? সবার মুখে এই একটা কথা ঘুরপাক খাচ্ছে আজ। তবে ক্যারিবিয়ান দৈত্যের প্রসঙ্গ উঠতেই দলের মেন্টর বীরেন্দ্র সেহওয়াগ বলেন “ওর
থেকে
বড়
এন্টারটেইনার
আর
কেউ
নেই। ওকে মাত্র ২ কোটি টাকায় আমরা কিনেছি।
যদি
ও দুটো
ম্যাচও
জেতায়,
তাহলেই
পয়সা
উসুল
হয়ে
যাবে। তবে এখনও হাতে অনেকগুলো ম্যাচ রয়েছে। যদি
আরও
দুটো
ম্যাচ
জেতাতে
পারে,
তাহলে
মোট
চারটে
ম্যাচ
জেতাবে। ও আমাদের দলের সবথেকে বড় সম্পদ।” প্রসঙ্গত
বলে রাখা ভালো এবছর প্রথমে IPL নিলামে ক্রিস গেইলকে কেনেনি কোনও দল। অবশেষে কিংস ইলেভেন পঞ্জাব মাত্র ২ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটসম্যানকে কেনে।
বলে রাখা ভালো এবছর প্রথমে IPL নিলামে ক্রিস গেইলকে কেনেনি কোনও দল। অবশেষে কিংস ইলেভেন পঞ্জাব মাত্র ২ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটসম্যানকে কেনে।
কোন মন্তব্য নেই