Header Ads

রাতের অন্ধরকারে ভেঙে দেওয়া হল সিপিআইএমের বুথ অফিস!

নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএমের বুথ অফিস ভেঙে দিল একদল দুষ্কৃতি! ঘটনাস্থল উত্তরবঙ্গের ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আশিঘরে। উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তেজন চলছে রাজ্য জুড়ে সেই উত্তেজনা ছড়াল এবার মন্ত্রী গৌতম দেবের ডাবগ্রামেও।  
গতকাল রাতে  ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আশিঘরে সিপিআইএমের একটি অস্থায়ী বুথ অফিস ভেঙে দেয় দুষ্কৃতিরা। রাতের অন্ধকারে কেউ বা কারা অফিস ভাঙচুর করে এবং সিপিআইএমের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেয়। ডাবগ্রাম দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এরিয়া কমিটির সম্পাদক গণেশ ঘোষের অভিযোগ, রাতের অন্ধকারে ইচ্ছাকৃতভাবে বুথ অফিসটি ভেঙে ফেলা হয়েছে।

 বুথ অফিসের বাইরে থাকা একাধিক দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয়। মৌখিক অভিযোগ জানানোর পাশাপাশি লিখিত অভিযোগ করা হয়েছে থানায়। তবে এখনও কোন অজ্ঞাত কারণে থানা রিসিভ কপি দেয়নি! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.