বাংলাদেশি কিশোরকে দীর্ঘ ২০ মাস পর তাদের পরিবারে হাতে তুলে দিল সীমান্তরক্ষী বাহিনী।
নজরবন্দি,বালুরঘাট: কাজের খোঁজে ও ঘুরতে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে ধরা পরা দুই বাংলাদেশি কিশোরকে দীর্ঘ ২০ মাস পর তাদের পরিবারে হাতে তুলে দেওয়া হল। মঙ্গলবার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুই দেশের আধিকারিকদের উপস্থিতিতে ওই দুই কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘ দিন পর নিজের ছেলেদের কাছে পেয়ে খুশি তাদের পরিবার। চাইল্ড লাইন সূত্রে জানা যায়, প্রায় ২০ মাস আগে কাজের খোঁজে ও ঘুড়তে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহম্মদ রনি(১০) ও মহম্মদ দিলবার হুসেন(১৬)। বাড়ি বাংলাদেশের বরিশাল ও ময়মনসিংহ এলাকায়। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ তাদের বালুরঘাট রেলস্টেশন ও হিলির ত্রিমোহিনী এলাকাতেই ধরে ফেলে। এর পর থেকে তাদের ঠিকানা হয় বালুরঘাটের সরকারি হোম শুভায়ন। অবশেষে চাইল্ড লাইন ও বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং দুই দেশের হাই কমিশনের সহযোগিতায় প্রত্যর্পণ পক্রিয়ার মধ্য দিয়ে এদিন তাদের বাংলাদেশে পাঠানো হয়। দুই কিশোরকে তুলে দেওয়া হয় ওই তাদের পরিবারের হাতে। হিলি আন্তর্জাতিক চেক পোস্টে হাজির ছিলেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ওসি আকতাব হোসেন, ভারতের হিলি ইমিগ্রেশনের ওসি শিপ্রা রায়, চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর সূরজ দাশ, শুভায়ন হোম কর্তৃপক্ষ পরেশ হাজরা, সিনি, হিলি থানার পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা।
প্রসঙ্গত, এদিন ফের দুই কিশোরকে প্রত্যর্পণের মধ্য দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। এর পরও ২৬ জন কিশোর শুভায়ন হোমে আছে বলে চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর সূরজ দাশ জানান, প্রত্যর্পণ পক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার ভারত বাংলাদেশের হিলি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই বাংলাদেশি কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ২০ মাস আগে ওই দুই কিশোর অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে। তার পর থেকে তাদের ঠাঁই হয় শুভায়ন হোমে। দুই দেশের দুই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে হাইকমিশন মারফৎ তাদের আজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Loading...
কোন মন্তব্য নেই