Header Ads

মুক্তি পেতে পারেন ছত্রধর মাহাতো! EXCLUSIVE


নজরবন্দি ব্যুরো: ২০০৯ সালের অক্টোবর থেকে প্রায় ন’বছর লালগড় আন্দোলনের নেতা এবং মুখ্যমন্ত্রীর এক সময়ের ছায়া সঙ্গী ছত্রধর মাহাতো জেলে আছেন। এবার জেল থেকে মুক্তি দিতে উদ্যোগী রাজ্য সরকার। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মহল থেকে ছত্রধরের মুক্তির বিষয়টি বিবেচনা করার আবেদন আসছিল মুখ্যমন্ত্রীর কাছে।

জানা গিয়েছে, কিছুদিন আগে ছত্রধরের স্ত্রী এবং ছেলের সঙ্গে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকদের কথা হয়েছে। তার পর সবুজ সঙ্কেত দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইনি জটিলতা কাটানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

কিন্তু এই বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী জঙ্গল মহল এলাকার ভোট বৈতরণী পার হাবার জন্য এই সব প্রলোভন দেখাচ্ছেন। এখন দেখার এক সময়ের রাজনৈতিক পরিবর্তন ঘটানোর কাণ্ডারি কবে ছাড়া পান । আর সেই দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.