Header Ads

এবার লালকেল্লা হস্তান্তরের অনুমোদন নিয়ে প্রশ্ন তুললেন ঋতব্রত। চাপে কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ দেশের এক অতি গুরুত্বপূর্ণ স্থাপত্য লালকেল্লা। প্রতি বছর ১৫ অগাস্ট এখান থেকে উত্তোলন করা হয় দেশের জাতীয় পতাকা। সেই ঐতিহাসিক স্থাপত্যকে বেসরকারি করণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডালমিয়া ভারত গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে লালকেল্লার রক্ষণাবেক্ষণ সহ পরিষেবা প্রদানের দায়িত্ব। আগামি ৫ বছরের জন্য ২৫ কোটি টাকার বিনিময়ে এই দায়িত্ব পেয়েছে ডালমিয়া গ্রুপ।

কেন্দ্রের লালকেল্লা বেসরকারি করণের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনাকে 'ইতিহাসের কালো দিন' বলে সমালোচনা করেছেন। এবার লালকেল্লা বেসরকারি হস্তান্তরের ঘটনায় মুখ খুললেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত ৩ বছর ধরে পার্লামেন্টারি কমিটিতে আছেন। এই কমিটি  দেশের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ গুলির দেখভালের কাজটি করে। এক্ষেত্রে তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তোলেন, ডালমিয়া গ্রুপের সাথে যে মউটি স্বাক্ষরিত হয়েছে তা আদৌ পড়ে দেখেছেন কি মন্ত্রী? ঋতব্রত বলেন, যা ভাবা হয়েছিল তার উল্টোটা করা হয়েছে। ভাবা হয়, দেশের জনতার উন্নতিসাধন। কিন্তু আদতে সব কিছু বিক্রি করে দেওয়া হল। এবিষয়ে তিনি উল্লেখ করেন, পার্লামেন্টারি কমিটি কখনোই এই বিষয়টি অনুমোদন করেনি। তাহলে এরকম কাজ করা হল কার অনুমতিতে ক্রমে? উঠছে প্রশ্ন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.