Header Ads

পঞ্চায়েতে ভোটকর্মীরা পাবেন ২০ লক্ষ টাকার সুবিধা। বিশেষ ঘোষণা নির্বাচন কমিশনের।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় ঘনিয়ে এসেছে। আগামি ১৪ মে গোটা রাজ্যে সংঘটিত হবে নির্বাচন। মোট ৫৮ হাজার ৪৬৭টি বুথে ভোট গ্রহণ হবে একদিনে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে চাপে পড়ে যান সরকারি কর্মীরা যাদের ভোটের সময় ডিউটি পড়ে। এবার ভোটকর্মীদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা পর্ব থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহারের দিন গুলিতে দফায় দফায় উত্তপ্র হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা।
ভোটের আগেই এই অবস্থা, ভোটের দিন গুলিতে কতটা নিরাপদ ভোটকর্মীরা? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং-এর কাছে স্মারক লিপি জমা দিয়েছিল বিভিন্ন কর্মচারী সংগঠন। তাদের চিন্তাকে অনেকটাই কমিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করলো, পঞ্চায়েত ভোটে ডিউটি চলাকালীন কোনো ভোটকর্মী অসুস্থ হয়ে মারা গেলে তার পরিবার পাবে ১০ লক্ষ টাকা। ভোটের গণ্ডগোল কিংবা বোমাবাজি বা হামলায় কোনো কর্মীর মৃত্যু হলে পরিবার পাবে ২০ লক্ষ টাকা বিমার সাহায্য। এই টাকা দেবে রাজ্য নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এই বিমার সুবিধা দেওয়া হত বিধানসভা এবং লোকসভা ভোটে। এবার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও সেই সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হল ভোটকর্মীদের জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.