শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ইরফানের।
নজরবন্দি ব্যুরোঃ গত ২০ মার্চ চিকিৎসার জন্য ইরফান খান USAতে গিয়েছেন অভিনেতা ইরফান খান। তাঁর স্নায়ুকোষে টিউমার
(নিউরো এন্ড্রোক্রাইন টিউমার) হয়েছে। একথা তিনি নিজেই জানিয়েছিলেন। কিন্তু তার পর থেকে আর কোন খবর পাওয়া যায়নি। তবে 'টাইমস নাউ'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রবিবারই ইরফানের শারীরিক অবস্থা নিয়ে একটা টুইট করেন উমর সান্ধু নামে এক সাংবাদিক।
তাঁর সেই টুইট থেকে জানা যায় যে ইরফানের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে। এমনকি ইরফান ক্যানসারের শেষ পর্যায় রয়েছেন বলেও দাবি করেছেন উমর সান্ধু।
(নিউরো এন্ড্রোক্রাইন টিউমার) হয়েছে। একথা তিনি নিজেই জানিয়েছিলেন। কিন্তু তার পর থেকে আর কোন খবর পাওয়া যায়নি। তবে 'টাইমস নাউ'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রবিবারই ইরফানের শারীরিক অবস্থা নিয়ে একটা টুইট করেন উমর সান্ধু নামে এক সাংবাদিক।
তাঁর সেই টুইট থেকে জানা যায় যে ইরফানের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে। এমনকি ইরফান ক্যানসারের শেষ পর্যায় রয়েছেন বলেও দাবি করেছেন উমর সান্ধু।
No comments